সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে- বন্যায় ক্ষতিগ্রস্থ তাঁত শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরন
শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে - সদর উপজেলার ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়নের বানভাসি গরীব ও অসহায় তাঁতশ্রমিকদের পরিবারে মাঝে - মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার উপহার- ত্রান বিতরন করা হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর-২০২১) সকাল ১১টার দিকে - কালিয়াহরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল কলেজ মাঠ প্রাঙ্গণ হতে ছাতিয়ানতলী ও বাঐতারা গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫০ জন তাঁত শ্রমিক পরিবারে ১ বস্তা করে চাউল বিতরন করেন, -প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
এ সময় সদর উপজেলার নির্বাহী, অফিসার মোঃ আনোয়ার পারভেজ, জেলাপ্রশাসকের পি এ টু এস,এম ইব্রাহীম হোসেন, ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম সহ অত্র এলাকার গণ্যমান্যদের একাংশ।