সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৬ পূর্বাহ্ন   |   সারাদেশ


 শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ) :  সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন ।
সোমবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয়ে জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদের নিকট স্মারক লিপি প্রদান করেন রেলবাঁচাও আন্দোলন কমিটির নেতৃবৃন্দ। এর আগে একই দাবিতে সিরাজগঞ্জ বাজার ষ্টেশন চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয় মিছিলটি জেলা প্রশাসন কার্যলয়ে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ রেলবাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক এ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটুল,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ,বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারশেনের প্রেসিডিয়াম সদস্য মোমিন বাবু,জেলা জাসদের সাধারন সম্পাদক আবু বকর ভুইয়া,জেলা কমিউিনিষ্ট পাটির সাধারন সম্পাদক কমরেড ইসমাইল হোসেন,পথ নাটক পরিষদের আহাবায়ক আশরাফুল ইসলাম চৌধুরী,সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক দিলীপ গৌর,জেলা বাসদের সমন্ময়ক নব কুমার কর্মকারসহ নেতৃবৃন্দ। বক্তরা বলেন দীর্ঘ দিনের আন্দোলনের ফলে রেলের নগড়ী সিরাজগঞ্জে একটি ট্রেন দেয়া হয়েছিলো। লকডাউনের সময় সকল ট্রেন বন্ধ  করে দেয়া হয়। কিন্ত  লকডাউন উঠে গেলে দেশের সকল ট্রেন চালু হলেও চালু করা হয়নি সিরাজগঞ্জ এক্সপ্রেস। ১. সিরাজগঞ্জ এক্সপ্রেস ও লোকাল ট্রেন চালু করন ২.সিরাজগঞ্জ এক্সপ্রেসে আন্তঃনগড় ট্রেনের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করন ৩.বঙ্গবন্ধু সেতু থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়া পর্যন্ত রেল সংযোজন স্থাপন এই তিন দাবিতে প্রধান মন্ত্রী ও রেলমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১৫ দিনের মধ্যে ট্রেন  চালু না করা হলে বৃহত্তর আন্দোলন দেয়া হবে।