সিরাজগঞ্জে সায়দাবাদ ইউপি চেয়ারম্যানের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরন

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ১২:২৬ পূর্বাহ্ন   |   সারাদেশ



শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ): 
সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়নের যমুনা নদীর দূর্গম অঞ্চলে  বন্যার পানিতে নিমজ্জিত হওয়া  ৩৫০ পরিবারে  বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলামের নিজ অর্থায়নে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

সোমবার  (৬ সেপ্টেম্বর ২০২১) বিকেল দূর্গম চরাঞ্চল ফুলবাড়ী, বড়শিমুল, খাস বড়শিমুল, চরগাছাবাড়ী, চকবয়ড়া, যমুনাবালী 

 এলাকা সহ ইউনিয়নের বিভিন্ন বন্যা দূর্গতদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রান সামগ্রী মধ্যে ছিলো- চাল,ডাল,আলু,লবণ সহ বিভিন্ন্য শুকনো খাবার।
 এসময় চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের কথা চিন্তা করে আমি আমার ব্যক্তিগত অর্থায়নে এ ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছি। সরকারিভাবে ইউনিয়ন পরিষদ থেকে যে ত্রাণ দেওয়া হচ্ছে সেটা পর্যাপ্ত না হওয়ায় অনেকেই বাদ পড়ে যাচ্ছেন। তাই আমি আমার ইউনিয়নের বন্যার্ত অসহায়, গরীব মানুষদের পাশে থাকতে  এ উদ্যোগ নিয়েছি।