নবাবগঞ্জে কালিগঙ্গা নদীর ভাঙন প্রতিরোধে যুবসমাজের উদ্যোগ

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ১২:২৪ পূর্বাহ্ন   |   সারাদেশ


নাজনীন সিকদার (দোহার-নবাবগঞ্জ) : 
ঢাকার নবাবগঞ্জ উপজেলার প‚র্ব মেলেং গ্রামের যুবসমাজের উদ্যোগে বাঁশের বেড়াদিয়ে কালিগঙ্গা নদী ভাঙন প্রতিরোধক সৃষ্টি করেছে। সোমবার দুপুরে প‚র্ব মেলেং গ্রামের নদী তীরবর্তী ভাঙনকবলিত এলাকায় এই বাঁধ নির্মাণ করেন তারা।
স্থানীয় বাসিন্দা নবাবগঞ্জ উপজেলা কোভিড-১৯ লাশ দাফন-কাফন কমিটির অন্যতম সদস্য হাফেজ মাওলানা হাবিবুর রহমান নবাবগঞ্জী জানান, পদ্মানদীর সংযোগ কালিগঙ্গা নদীতে অব্যাহত পানি বৃদ্ধির সাথে সাথে করাল স্রোত দেখা দিয়েছে। এতে করে গত কয়েকদিনে নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের প‚র্ব মেলেং গ্রামের খোকন মিয়া, বিমল মন্ডল, নরেশ মন্ডল, কান্দন, গুলজার, রেজেক, রাইশা, নুরু মিয়া, জুলহাস, কামরুল, জাহাঙ্গীরের বসতবাড়িতে ভাঙন দেখা দিয়েছে। প‚র্ব মেলেং গ্রামের যুবকরা বাঁশের বেষ্টনী তৈরি করে স্রোতের গতি কমিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছেন। সংসদ সদস্য সালমান এফ রহমান এবিষয়ে তিনি দ্রুত পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।