ফরিদপুর জেলা স্কাউটসের ওয়ার্কশপ অনুষ্ঠিত

জাকির হোসেন (ফরিদপুর ) :
ফরিদপুর জেলা স্কাউটসের সাংগঠনিক ওয়ার্কশপের শুভ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস ফরিদপুর জেলা শাখার আয়োজনে সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও জেলা স্কাউটসের কমিশনার দীপক কুমার রায় এর সভাপতিত্বে দিনব্যাপী ওয়ার্কশপে স্কাউটসের উপপরিচালক মোহাম্মদ শামীমুল ইসলাম, জেলা স্কাউটস সম্পাদক মোসলেম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মন্ডল, লিডার লক্ষন পদ রায় প্রমূখ উপস্থিত ছিলেন।