পাবনা কাশিনাথপুরে নসিমন উল্টে নিহত-১ আহত -২

আলমগীর কবির পল্লব (বেড়া, পাবনা) :
আজ ৪ঠা সেপ্টেম্বর শনিবার বিকাল চারটার দিকে পাবনা নগরবাড়ী মহাসড়কের কাশিনাথপুর ব্রীজের পশ্চিম পাশে নসিমন উল্টে একজন নিহত এবং গুরুতর আহত হয়েছে আরও দুইজন ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আনুমানিক বিকাল চারটার দিকে পাবনার দিক থেকে একটি নসিমন ড্রাইভার ও দুইজন লোকসহ কাশিনাথপুরের দিকে যাবার পথে কাশিনাথপুর ব্রীজের পশ্চিম পাশে ( অটো স্ট্যান্ড ) পৌছালে হঠাৎ করেই নসিমনটি উল্টে যায় । ঘটনাস্থলেই মোঃ রিমন মোল্লা (১৪) নামের এক যুবক মারা যায় । বাকি দুইজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায় । জানা যায়, নিহত রিমন মোল্লা আমিনপুর থানার জাতসাখিনী গ্রামের মোঃ হাসেম মোল্লার ছেলে । আহত রিদয় (১৬) ও সাজ্জাদ (১১) উভয়ের বাড়ী আমিনপুর থানায় । নিহত এবং আহত ব্যক্তিরা আমিনপুর থানার রুপপুরের মোল্লা ইট ভাটায় কাজ করতো । তারা ভাটার ইট ডেলিভাড়ী দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনার সম্মুখিন হয় ।নিহতের লাশ উদ্ধার করেছে আমিনপুর থানা পুলিশ ।