মাধবপুরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ
রিংকু দেবনাথ (মাধবপুর,হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুরে এক শিশুকে ধর্ষণেনর অভিযোগ পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের দক্ষিণ বরগ গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে স্থানীয় ব্যবসায়ী গেদু মিয়ার দোকানে গতকাল শুক্রবার একই গ্রামের ডুবাই প্রবাসী রফিকুজ্জামান সুমনের শিশু মেয়ে আইসক্রিম কিনতে যায়। পরে চিৎকার করে শিশুটি বাড়িতে এসে তার মা কে বলে গেদু তাকে ধর্ষণ করেছে। শিশুটির পরিবারের লোকজন দ্রুত উন্নত চিকিৎসার জন্য ও ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন জানান, শুনেছি ধর্ষণের ঘটনা ঘটেছে। তবে মেয়ের পরিবার ভাল বলতে পারবে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।