মাধবপুরে কুড়িয়ে পাওয়া বিষাক্ত সাপের কামড়ে চা শ্রমিকের মৃত্যু

রিংকু দেবনাথ (মাধবপুর, হবিগঞ্জ) :
হবিগঞ্জের মাধবপুরে পাহাড়ি বিষাক্ত সাপের কামড়ে স্বপন সাঁওতাল (৩৮) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সে মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের রেঙ্গুটিলা এলাকার বাবু লাল সাঁওতাল এর পুত্র। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সে ঘরের মধ্যে একটি বাচ্চা সাপ দেখতে পেয়ে ধরে ফেলে। তারপর সারা বিকেল ও সন্ধ্যায় পাড়া প্রতিবেশীদের সাপের খেলা দেখায়। রাতে সাড়ে ১১ টার দিকে খেলা দেখানোর সময় এক পর্যায়ে সাপটি স্বপন সাঁওতালের হাতে কামড় দেয়। কিন্তু বাচ্চা সাপ বিষ নেই ভেবে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সাপের বাচ্চাটিকে পেন্টের পকেটে নিয়ে সে ঘুমিয়ে পড়ে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে দেখেন তিনি মারা গেছেন। সুরমা চা বাগানের চিকিৎসক শওকত আলী জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে স্বপন সাঁওতালের বাড়িতে গিয়ে দেখি সে মারা গেছে।