গোপালগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

 প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:২১ অপরাহ্ন   |   সারাদেশ


সরদার মজিবুর রহমান (গোপালগঞ্জ) :   
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বজ্রপাতে ইকবাল শেখ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের পুর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইকবাল শেখ উপজেলার বর্ণি ইউনিয়নের পুর্বপাড়া গ্রামের সিরাজুল শেখের ছেলে।
ওসি এএফএম নাসিম জানান, বৃষ্টির মধ্যে গরুর জন্য জমিতে ঘাস কাটতে ছিলেন কৃষক ইকবাল শেখ। এসময় হঠাৎ করে বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।