সিরাজগন্জের রায়গঞ্জে ৩টি চোরাই গরু উদ্ধার

 প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৫ পূর্বাহ্ন   |   সারাদেশ




শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার লাঙ্গলমোড়া দিয়ারপাড়া গ্রাম থেকে ৩টি চোরাই গরু উদ্ধার করেছে সলঙ্গা ও শেরপুর থানা পুলিশ। গরু চুরির মুল হোতা ফজর আলী সহ ৩ জন পলাতক। 

 পুলিশ সুত্রে যানাযায়, গত ২৬/০৮/২০২১ ইং তারিখে  বৃহস্পতিবার গভীর রাত্রে বগুড়া জেলার শেরপুর উপজেলার আশগাও গ্রামের আজগর আলীর ছেলে মোঃ আলামিন শেখ এর বসত বাড়ীর গোয়াল ঘর থেকে ৩ টি কালো রঙের গাভী গরু  চুরি যায়।  

এ ব্যাপারে শেরপুর থানায় ২৭ শে জুলাই একটা  জিডি করা হয় যাহার জিডি নাম্বার-২৭৪৭.  জিডির সুত্রে ধরে বৃহস্পতিবার সকাল১০ টার সময় রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউপি'র লাঙ্গলমোড়া গ্রামের সাবান প্রামানিকের  মেয়ের জামাই ফজর আলী (৫৫) বাড়ি থেকে,ও জামাল উদ্দিনের ছেলে আলম আলী (৫৩) বাড়ি থেকে, বেল্লাল হোসেনের ছেলে শহিদুলের (৫০) বাড়ি থেকে পর্যায়ক্রমে ৩ টি গাভী উদ্ধার করে থানা পুলিশ। উদ্ধার কৃত গাভী ৩টি শেরপুর  থানা পুলিশ  হেফাজতে  নিয়ে যায়।