নবাগত ওসির সঙ্গে মোংলা সাংবাদিকদের মতবিনিময়

 প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৭ পূর্বাহ্ন   |   সারাদেশ




আলী আজীম (মোংলা,বাগেরহাট):


বাগেরহাটের মোংলা নবাগত ওসি মো. মনিরুল ইসলাম এর সঙ্গে মোংলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২আগষ্ট) সন্ধা ৭টায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো. মনিরুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।


এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন,মোংলা প্রেস ক্লাবের সভপতি মনিরুল হায়দার ইকবাল,সাধারণ সম্পাদক আমির হোসেন আমু,সাবেক সভাপতি এইচ এম দুলাল,সাবেক সাধারণ সম্পাদক হাসান গাজী,সহ-সভাপতি জসিম উদ্দিন জসিম,যুগ্ন সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা,

সাবেক কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম শান্ত,জনকণ্ঠ'র আহসান হাবীব হাসান,এনটিভির আবু হোসাইন সুমন,একুশে টিভির আবুল হাসান,কালের কন্ঠ'র মোতালেব হোসেন,আজকের পত্রিকার সুমেল সারাফাত,গাজী টিভির মনিরুল ইসলাম দুলু,একাত্তর টিভির এনামুল হক,সময় টিভির মাহমুদ হাসান,আমার সংবাদ এর হাফিজুর রহমান,প্রতিদিনের সংবাদ এর আলী আজীম,ভোরের পাতার মাসুদ রেজা প্রমূখ।