র্যাব-১২'র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ফেন্সিডিলসহ ১ জন আটক

শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ) : সোমবার বিকেলে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন কুমারগাতী মেসার্স সমবায় ট্রাক-ট্যাংকলরী ফিলিং ষ্টেশনের সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭২ (একশত বাহাত্তর) বোতল ফেন্সিডিলসহ ০১ জন র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১ টি ফ্লাশ ট্যাংকার ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আলমগীর হোসেন(৩৯), পিতা-মোঃ জহুরুল ইসলাম, সাং-জগতপুরা, থানা-ভূয়াপুর, জেলা-টাঙ্গাইল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবŤ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৩(গ)/১৪(গ)/ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।