দোহারে শোক থেকে শক্তিশালী বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২১, ০৮:১৫ অপরাহ্ন   |   সারাদেশ


নাজনীন সিকদার (দোহার-নবাবগঞ্জ) : 
ঢাকার দোহার উপজেলায় শোক থেকে শক্তিশালী বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বেগম আয়শা শপিং মলের তৃতীয় তলায় এশিয়ান ট্রাফিক টেকনোলজি কনফারেন্স রুমে এসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ।
মুক্তিযোদ্ধা জনতার সম্প্রতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজের সভাপতিত্বে এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. জিন্নাতুল ইসলামের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী, বীর মুক্তিযোদ্ধা অহিদুল ইসলাম চৌধুরী অনু, অগ্নিবার্তা পত্রিকার স¤পাদক গোলাম মোস্তফা, জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খালেক, আওয়ামীলীগ নেতা বাশার মৃধা, সাবেক ছাত্রনেতা তুহিন হোসাইন প্রমুখ।