র্যাব-১২'র অভিযানে সিরাজগন্জে ফেন্সিডিলসহ ৩ জন আটক

২৯/০৮/২০২১ খ্রিঃ তারিখে রাত ১০.০৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন চর শৈলাবাড়ী মোজাস্থ শালুয়ারভিটা মাদ্রাসাপাড়া জনৈক মোঃ আইয়ুব নবী এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০(একশত) বোতল ফেন্সিডিলসহ ০৩ জন র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল ফোন,০১ টি মোটরসাইকেল এবং নগদ ৬,৫০০/-(ছয় হাজার পাঁচশত ) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ মাসুদ রানা@বাবু মন্ডল(৩৫), পিতা-মৃত মান্নান মন্ডল, সাং-শালুয়ার ভিটা মাদ্রাসাপাড়া, ২। মোঃ মাসুদুর রহমান মাসুদ(৩৮), পিতা-মৃত আব্দুল ওয়াহাব তালুকদার, ৩। মোঃ রুহুল আমিন রুবেল(৩৭), পিতা-আলহাজ্ব জুড়ান আলী শেখ, উভয় সাং-বিলধলী, সর্ব থানা ও জেলা-সিরাজগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৪(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।