ফরিদপুরে মহিলা আঃ লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
নাজিম বকাউল (ফরিদপুর) :
ফরিদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ফরিদপুর জেলা মহিলা আঃ লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে কবি জসিম উদ্দিন হলে ফরিদপুর জেলা মহিলা আঃ লীগের সদস্য সচিব আইভি মাসুদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আঃ লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা ।
অন্যান্যদের মধ্যে জেলা আঃ লীগের সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন , মহিলা আঃ নেত্রী মাসুদা বেগম , বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারন সম্পাদক ডাঃ অহিদুর রহমান , শহর আঃ লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মনির হোসেন , জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক অ্যাড. প্রদীপ দাস লক্ষণ সহ জেলা ও উপজেলার নেতা কর্মীরা ।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন , ১৫ ই আগস্টের বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসি কার্যকরের দাবি জানান ।