নবাবগঞ্জে মৎস্যজীবী লীগের সভা ও মিলাদ

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২১, ০৯:৫০ অপরাহ্ন   |   সারাদেশ


নাজনীন সিকদার (দোহার-নবাবগঞ্জ) : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের স্বরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্যজীবী লীগ অনুষ্ঠানটির আয়োজন করেন।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকরা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিলো। কিন্তু ওরা বুঝে উঠতে পারেনি জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব আরও শক্তিশালী। আজ বাংলাদেশ উচ্চ শিখরে। এটি ছিলো বঙ্গবন্ধুর স্বপ্ন। সেই স্বপ্নকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবে রূপ দিচ্ছে হাজারো মুজিব সৈনিক।
সভায় উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি ফারুক মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক রমজান আলীর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ, সাবেক সাধারণ স¤পাদক জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ড. মো. সাফিল উদ্দিন মিয়া, সাবেক সাংগঠনিক স¤পাদক রেজাউর রহমান রেজা, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল, দেওয়ান তুহিনুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল বাসেত প্রামানিক, দেওয়ান আওয়াল, শাহিন খানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।