দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২১, ০৯:৫৮ অপরাহ্ন   |   সারাদেশ




আলীআজীম (মোংলা,বাগেরহাট):


দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে মোংলা পোর্ট অডিটরিয়ামে রবিবার (২৯ আগষ্ট) দুপুর ১২ মোংলা পোর্ট পৌরসভায় আইন-শৃংখলা কমিটির সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়সভাপতিত্ব করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়রবীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।


এসময় পৌর সকল কাউন্সিলরসহ আইন-শৃংখলা কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এছাড়া দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে বাস্তবায়িত ব্রেভ প্রকল্পের মোংলা উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান উপস্থিত ছিলেন । সভায় মোংলা উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান ব্রেভ প্রকল্পের লক্ষ্য ও উদ্যেশ্য তুলে ধরে ইউনিয়ন আইন-শৃংখলা কমিটির সভার গুরুত্ব তুলেধরেন। এছাড়া উন্মুক্ত আলোচনায়সকলকে অত্র এলাকায় জঙ্গিবাদ-উগ্রবাদের বিরুদ্ধে সামাজিকসহনশীল অবস্থানরাখারজন্য  ঘৃণাজনিত উক্তি এবংঘৃনাজনিত  অপরাধেরবিষয়গুলোতুলেধরারজন্য অনুরোধকরেন।


অত্র পৌরসভারআইন-শৃংখলাপরিস্থিতিনিয়েসকলকে উন্মুক্ত আলোচনারজন্য আহবানজানান। মোংলা পোর্ট পৌরসভার মেয়রবীর মুক্তিযোদ্ধা শেখআঃরহমানআইন-শৃংখলাপরিস্থিতিনিয়েবিস্তারিতআলোচনাকরেন। পাশাপাশিআবেগেবশবর্তীহয়েএবং গুজবেকানদিয়ে কোনোঅপরাধেসংগঠিতনাহওয়ারজন্য সকলকেআহবানজানান । এছাড়াতিনিআইন-শৃংখলাপরিস্থিতির উপর সকলের উদেশ্যে দিকনির্শনামূলক বক্তব্য প্রদানকরেন।