সিরাজগঞ্জে ৩৬,০০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগসহ ৬ জনকে আটক করেছে র্যাব-১২

২৮/০৮/২০২১ তারিখ র্যাব-১২'র স্পেশাল কোম্পানীর সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ঢাকা হতে বগুড়ার উদ্দেশ্যে ০৩ টি ট্রাক ভর্তি ব্যবহার নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ এর চালান আসছে। পরবর্তীতে ট্রাক গুলো সিরাজগঞ্জ রোড এলাকায় আসলে আটক করা হয়। পরবর্তীতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন গ-অঞ্চল, সিরাজগঞ্জ এবং মাহথীর বিন মোহাম্মদ সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়, বগুড়া এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়।