সালথায় বিট পুলিশিং কার্যক্রম ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২১, ০৩:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ



জাকির হোসেন (সালথা, ফরিদপুর) :  

ফরিদপুরের সালথায় বিট পুলিশিং কার্যক্রম, আইন-শৃঙ্খলা পর্যলোচনা ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) বিকাল ৩ টায় সালথা থানা পুলিশের আয়োজনে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী জমিদার বাড়ির আঙ্গিনায় এই বিট পুলিশিং কার্যক্রম, আইন-শৃঙ্খলা পর্যলোচনা ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান আ‌লোচক ফ‌রিদপু‌রের পু‌লিশ সুপার মোঃ আ‌লিমুজ্জামান বি‌পিএম (সেবা) এর সভাপ‌তি‌ত্বে মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, সংসদ উপ‌নেতার রাজ‌নৈ‌তিক প্রতি‌নি‌ধি বি‌শিষ্ট কৃ‌ষি গ‌বেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী। 
এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, সালথা উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপ‌নেতার একান্ত সহকারী মোঃ শ‌ফিউ‌দ্দিন, সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার, ফ‌রিদপু‌রের সি‌নিয়র সহকারী পু‌লিশ সুপার (নগরকান্দা সালথা সা‌র্কেল) মোঃ সু‌মিনুর রহমান, উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি মোঃ দে‌লোয়ার হো‌সেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফ‌কির মিয়া প্রমূখ।

মত‌বি‌নিময় সভায়, মাদক ও সন্ত্রা‌সের বিরু‌দ্ধে ও বল্লভ‌দী ইউ‌নিয়‌নের আইন শৃঙ্খলা রক্ষায় পু‌লিশ কে সা‌র্বিক স‌হযো‌গিতা করার কথা বলা হয় পাশাপা‌শি বল্লভ‌দি ইউ‌নিয়‌নে পু‌লি‌শি সেবা আরও দ্রুত পে‌ৗঁছে দেওয়ায় জন‌্য বাউশখা‌লীতে এক‌টি পু‌লিশ তদন্ত কেন্দ্র স্থাপ‌নের কথা বলা হয়‌।