রূপসায় সাংবাদিকদের সাথে মৎস কর্মকর্তার মতবিনিময় সভা

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২১, ১১:৩৮ অপরাহ্ন   |   সারাদেশ


মোশারেফ হোসেন (রূপসা) : 'বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি'-এই শ্লোগানকে সামনে রেখে রূপসা উপজেলা মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মৎস কর্মকর্তার কার্যালয়ে মতবিনিম সভা ২৮ আগষ্ট বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।
রূপসা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস অফিসার বাপ্পী কুমার দাস, মেরিন ফিশারিজ অফিসার রিয়ন মিয়া,সহকারি কর্মকর্তা মো. লিয়াকত আলী। রূপসা প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু, রাজু আহমেদ খান শহীদ,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখ, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, মো. খবীরুদ্দীন, সিনিয়র সহ-সভাপতি জিএম আসাদুজ্জামান, এম মুরশিদ আলী, সাংবাদিক ফ ম আইয়ুব আলী,এইচ এম রোকন, তরিকুল ইসলাম, আ. জব্বার খান শিবলী, আ. আজিজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় সাত দিন ব্যাপী কর্মসূচির বিবরণী তুলে ধরে বাংলাদেশ সরকারের মৎসচাষে উন্নয়নমুখী কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।