আটোয়ারীতে মোবাইল ফোনে লুডু খেলার দায়ে ভ্রাম্যমান আদালতে ৪ যুবকের জরিমানা

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২১, ০৩:১৬ অপরাহ্ন   |   সারাদেশ


মাসুদ রান (আটোয়ারী,পঞ্চগড়):  পঞ্চগড়ের আটোয়ারীতে স্বাস্থ্যবিধি না মেনে মোবাইল ফোনে লুডু ( জুয়া) খেলার দায়ে ৪ যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২৭ আগস্ট) রাত প্রায় ৮টার সময় রাধানগর ইউনিয়নের তেঁতুলতলা মার্কেটে মোবাইল ফোনে লুডু (জুয়া) খেলার সময় উপজেলার মাদক ও জুয়া প্রতিরোধের অভিযানকারী দল তাদের আটক করে। আটককৃতরা হলো: উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও গ্রামের হরি প্রসাদের পুত্র ধীরেন চন্দ্র রায়(৩০), রবি চন্দ্র বর্মনের পুত্র সত্য চন্দ্র বর্মন(২৫), মুকুন্দ চন্দ্র বর্মনের পুত্র ধীপ্ত চন্দ্র বর্মন(২৪) ও রাতিয়া রায়ের পুত্র সুজন রায় (২১)। আটককৃতদের তাৎক্ষনিক স্বাস্থ্যবিধি না মেনে মোবাইল ফোনে লুডু (জুয়া) খেলার দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় প্রত্যেককে ১০০০/- টাকা করে জরিমানার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন বলেন, উপজেলায় মাদক ও সকল প্রকার জুয়া খেলা  নিয়ন্ত্রণে পুলিশ নিরলস কাজ করছে।