ফরিদপুরে ২ ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২১, ১০:০৮ অপরাহ্ন   |   সারাদেশ



নাজিম বকাউল (ফরিদপুর): 

ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে ২ ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা । অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান , গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হচ্ছেন ফরিদপুরের আলোচিত মানি লন্ডারিং মামলার পলাতক ও বিগত দিনের একাধিক আঃলীগ নেতাকর্মীদের উপর হামলা মামলার এজাহার ভুক্ত আসামী ফাহাদ বিন ওয়াজেদ ফাইন কে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা যাবার পথে মানিকগঞ্জের শিবালয় থেকে বুধবার দিবাগত রাতে গ্রেপ্তার করেন। 
অপর গ্রেপ্তারকৃত আসামী মো সানোয়ার হোসেন কে ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের অন্তর্গত মৃগী বাজার এলাকা থেকে ফরিদপুর জেলা এনএসআই ও ফরিদপুর জেলা পুলিশের যৌথ অভিযানে বুধবার ৫৫ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করে। সানোয়ার ভুয়া পরিচয় ব্যবহার করে ফরিদপুরসহ বিভিন্ন জেলায় এনএসআই বিভাগের একজন কর্মকর্তা হিসেবে প্রচার প্রচারনা করে মানুষের নিকট থেকে অর্থ আদায় করতো । সানোয়ারের বিরুদ্ধে ডিজিটাল আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ২ টি মামলা করা হয়েছে । 
গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হবে বলে ও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ।