মাধবপুরে মাদক সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিংকু দেবনাথ (মাধবপুর,হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মঙ্গলবার (২৪) আগষ্ট রাতে কাশিমনগড় পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর উত্তম কুমার দাস এর নেতৃত্বে এ এস আই মোহাম্মদ গোলাম মোস্তফা সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদে উপজেলার চৌমুহনী ইউনিয়নের জামালপুর সাকিনস্থ্য এলাকায় মাদক অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ অবৈধ ১০ কেজি গাঁজা সহ আসামী সহ মাদক কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃত আসামী উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মোঃ রমিজ উদ্দিনের পুত্র মোঃ ফারুক মিয়া(৪৫)। এ বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক।তিনি আরো জানান,গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।