সিরাজগঞ্জ সদরে কৃষক প্রশিক্ষণ ও ভার্মিকপোষ্ট উৎপাদন প্রদর্শনীর উপকরণ বিতরন

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২১, ০৫:৩৮ অপরাহ্ন   |   সারাদেশ


শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ)  : সদর উপজেলার -২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায়- সদরের কৃষক প্রশিক্ষণ ও প্রদর্শনীর উপকরণ বিতরন করা হয়েছে।
সোমবার ১২ টায়  সদর উপজেলা কৃষি অফিসে কৃষকদের মাঝে  উক্ত বিতরন অনুষ্ঠানের   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক    ইউসুফ রানা মন্ডল।  এতে সভাপতিত্ব ছিলেন,  সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ।  বিশেষ অতিথি ছিলেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আবু হানিফ, সদর উপজেলা পরিষদেরভাইস চেয়ারম্যান এস,এম,নাছিম রেজা নুর দিপু।  অনুষ্ঠানসঞ্চালনায় ও সার্বিকদায়িত্বে ছিলেন,  সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের- কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অ্যামেলিয়াজান্নাত ও সাব্বির আহমেদ সহ অন্যান্য কৃষিকর্মকর্তাগন ও কৃষকেরা।