চা বাগানে আইসোলেশন সেন্টার ও করোনা টিকা নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২১, ০৪:২৭ পূর্বাহ্ন   |   সারাদেশ



এস কে দাশ সুমন (শ্রীমঙ্গল) :   মৌলভীবাজারের  শ্রীমঙ্গলে  করোনা  আক্রান্ত  রোগীদের  জন্য  আইসোলেশন  সেন্টার  ও  বিনামূল্যে  করোনা  টিকা  নিবন্ধন  কার্যক্রমের  উদ্বোধন  করা  হয়েছে  সোমবার ২৩  আগস্ট  সকালে  উপজেলার  আমরাইল  ছড়া  চা  বাগানে  আমরাইল  সিক্সার্স  এর  উদ্যোগে  ও  আমরাইল  চা  বাগানের  সার্বিক  সহযোগিতায়   করোনা  রোগীদের  জন্য  নেবুলাইজার,  অক্সিমিটার,  পিপিই, মাস্ক,  স্যানিটাইজার  ও   প্রয়োজনীয়  ঔষধ  বাগানের  ডিসপেনসারিতে  হন্তান্তর  করা  হয়। 

এসময়  উপস্থিত  ছিলেন  আমরাইল  ডিভিশনের  মেডিকেল  অফিসার  ডাক্তার  মাহবুব  আহমেদ আমরাইল  সিক্সার্সের  সমস্বয়ক  আপন  দাস,  টিম  ম্যানেজার  তাপস  পাল,  ক্যাপ্টেন  বিপ্লব  তেলী,  সহ  অধিনায়ক  সুজল  সবর  প্রমুখ।

এই  কাজে  তাদের  সহযোগিতা  করছে  আমেরিকান  চ্যারিটি  সংগঠন  উৎসব।