গর্জনিয়ায় ইয়াবা কারবারীর সন্ধানে কাজ করছে পুলিশ : কক্সবাজারের পুলিশ সুপার

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২১, ০৪:১১ পূর্বাহ্ন   |   সারাদেশ



মোহাম্মদ ইউনুছ (নাইক্ষংছড়ি) : 

কক্সবাজার পুলিশ সুপার মো:হাসানুজ্জান বলেছেন, সীমান্ত ঘেষা কচ্ছপিয়া-গর্জনিয়া ইউনিয়ন এলাকায় ইয়াবা কারবারীর সন্ধানে পুলিশ নিবিড়ভাবে কাজ করছে।
প্রয়োজনে তালিকা করে আইনী প্রক্রিয়ার মাধ্যমে ইয়াবা কারবারীদের শায়েস্তা করা হবে।  তিনি রোববার সন্ধ্যায় রামু উপজেলার গর্জনিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,জরাজীর্ণ গর্জনিয়া পুলিশ ফাঁড়িকে আধুনিয়ন করণে জেলা পুলিশ অফিস সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে অচিরেই কিছু একটা হবে।
এর আগে তিনি গর্জনিয়া পুলিশ ফাঁড়ি পরির্দশনকালে ফাঁড়ি পুলিশের কার্মকান্ডে সন্তুোষ প্রকাশ করেন আর ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন।
এ সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মো:ফরহাদ আলী,এসআই জসিম উদ্দিন,এএসআই আবু নোমান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ও কচ্ছপিয়া কেজি স্কুলের প্রতিষ্টাতা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, নতুন তিতার পাড়া আল-হেরা জামে মসজিদের প্রতিষ্টাতা ও সভাপতি সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু , গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী প্রমুখ।