২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে দোহারে স্বেচ্ছাসেবকলীগের সভা ও দোয়া মাহফিল

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২১, ১১:৩০ অপরাহ্ন   |   সারাদেশ


নাজনীন সিকদার (দোহার-নবাবগঞ্জ) : 
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও শহীদদের স্মরণে ঢাকার দোহার উপজেলায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায়  উপজেলার করম আলী মোড়ে ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ওই নারকীয় হত্যাকা-ে শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জানান আলোচকরা। বেগম আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তারা।
মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব বেপারী। 
প্রধান অতিথির বক্ত্যবে বলেন, ২০০৪ সালের ২১ শে আগস্ট বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতে বর্বর গ্রেনেড হামলা করেছিল তৎকালীন সরকারের খুনিচক্র। আজও হামলার বিচার শেষ হয়নি, দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করে আসামিদের রায় কার্যকর করার দাবি জানাই। এ সময় তিনি বলেন, ‘১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ও তার পরিবারে হত্যা এবং ২০০৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় নেতাকর্মীদের ওপর গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। আর যারা এসব হত্যাকা- করছে, তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি নয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম তালুকদার,বাসান মুন্সি, মাজহারুল ইসলাম রাকিব, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাজেদা ইসলাম শেখ রুনু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব শরীফ, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. সেন্টু, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহবুবুর রহমান বাবুসহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালানা করেন পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হোসেন।  
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য এবং গ্রেনেড হামলায় নিহত শহীদদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।