ভালুকায় কর্মহীনদের মাঝে জি আর কর্মসূচির অর্থ বিতরণ

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২১, ১১:১১ অপরাহ্ন   |   সারাদেশ



 আদ্রিয়া রুম্পা (ভালুকা ,ময়মনসিংহ):
ময়মনসিংহের ভালুকার মল্লিকবাড়ীর ৫শ ৫৫জন কর্মজীবী কর্মহীন অসহায় মানুষের মাঝে জন প্রতি ৪ শ ৫০ টাকা করে জি আর কর্মসূচির অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার (২২ আগস্ট ) সকালে ভালুকার মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে এই অর্থ তুলে দেন। অর্থ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,এস,এম আকরাম হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,মো :নজরুল ইসলাম প্রমুখ । পরে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,ভালুকা পৌরসভার সরকারী কলেজ এলাকায় নিটল টাটা মটর মেলার শুভ উদ্ধোবন করেন উদ্বোধনী অনুষ্ঠানে নিটল মটর কর্মকর্তাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।