চব্বিশ মাইলে গাজার গাছসহ গ্রেফতার-১

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২১, ০৪:৩৬ অপরাহ্ন   |   সারাদেশ



আলমগীর কবির পল্লব (বেড়া, পাবনা) :
গত  রাতে অভিযান চালিয়ে পাবনা জেলার আমিনপুর থানাধীন চব্বিশ মাইল এক বাড়ী হতে ১টি বিশাল তাজা গাজার গাছসহ একজনকে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে থানার চব্বিশ মাইল দূর্গাপুর তেলিপাড়া সুরুজ ড্রাইভারের বাড়ীতে সেকেন্ড অফিসার মফিজুল, এসআই ব্রজেশ্বর, এ এসআই বিল্লাল ও সঙ্গীয় ফোর্সসহ  অভিযান পরিচালনা করেন । 
এসময় ওই বাড়ী থেকে ১টি বিশাল তাজা গাজার গাছ উদ্ধার এবং বাড়ীর মালিক সুরুজ ড্রাইভারকে আটক করা হয় । আটকৃত সুরুজের বিরুদ্ধে আমিনপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে ।