কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে স্কুল ছাত্র নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সমুদ্রে ভাটার সময় গোসল করতে নেমে ইরফানুল হক মাহি (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২১ আগস্ট) বিকাল ৫টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মাহি শহরের বায়তুশ শরফ স্কুলের নবম শ্রেণির ছাত্র ও পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্যম টেকপাড়ার বড়পুকুর রোডের সিরাজুল হকের ছেলে।
নিখোঁজের মামাত ভাই আশিকুর রহমান বলেন, বিকাল ৩টার দিকে মাহি ও তার মামা সমুদ্র সৈকতে ঘুরতে যায়। ৫টার দিকে তারা দু’জন গোসল করতে নামে। এ সময় মাহি সমুদ্রের টানে হারিয়ে যায়।
কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, লাইফ গার্ডদের নিষেধাজ্ঞা অমান্য করে ভাটার সময় মামা-ভাগ্নে গোসল করতে নামে। তখন ভাটার টানে দু’জনই তলিয়ে যায়। তাৎক্ষণিক লাইফ গার্ড সদস্যরা মামাকে উদ্ধার করতে পারলেও, ভাগিনা মাহিকে উদ্ধার করতে পারেনি।