২১ আগস্টের হামলায় নিহতদের নাচোলে শোক দিবস পালিত হয়েছে

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২১, ০৩:১০ অপরাহ্ন   |   সারাদেশ



শামশুজ্জোহা বিদ্যুৎ (চাঁপাইনবাবগঞ্জ) :
আজ শনিবার ২১আগস্ট  নাচোল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং ২১ শে আগস্টে  হামলায় নিহতদের  আত্মার মাগফেরাত কামনা  মোনাজাত করা হয়।উপজেলার ফতেপুর ইউনিয়ন আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান এর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক  ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  নাচোল ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, নেজামপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মশিউর রহমান বাবু, জেলা সাবেক বিঙ্গান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান ও উপজেলা আ'লীগের সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।