সিরাজগঞ্জের সলঙ্গায় বাসে তল্লাশি চালিয়ে ৫৬ বোতল ফেন্সিডিল সহ ১জন গ্রেফতার

শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গায় ৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।
শনিবার (২১ আগস্ট ) ভোর রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কে ওসি শাজাহান আলীর নেতৃত্বে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। গোপন সুত্রে খবর পেয়ে নওগাঁ হতে ঢাকাগামী এসপি ট্রাভেলস ঢাকা মেট্রো -ব-১৪-৬৯৬০ বাস তল্লাশি চালিয়ে ৫৬ বোতল ফেনসিডিল সহ মোঃ সোহরাব হোসেন (৪০), নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। সে মোঃ মোসলেম উদ্দিন পুত্র বলে জানা যায়। গ্রেফতারকৃত সোহরাব হোসেনের বাড়ি ,হরিনহাটি থানা কালিয়াকুর জেলা গাজীপুর।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী ফেন্সিডিল উদ্ধার এর ফেনসিডিল ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।