ফরিদপুরে বাংলাদেশ পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির স্মারকলিপি প্রদান

নাজিম বকাউল (ফরিদপুর ) :
ফরিদপুরে বাংলাদেশ পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতি’র ফরিদপুর জেলা শাখার পুস্তক ব্যবসায়ীরা করোনা দুর্যোগকালে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ পুস্তক ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও অনুদান বরাদ্দের দাবীতে সারাদেশ ব্যাপী’র ন্যায় বুধবার দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন। এ সময় বাংলাদেশ পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির জেলা শাখার সদস্যসহ পুস্তক ব্যবসায়ী কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোস্তক হোসেন, মোঃ আলম, লিখন বাবু, সোনা মিয়া প্রমুখ। সারাদেশে লক্ষাধিক পুস্তক ব্যবসায়ীরা মানবেতর জীবন অতিবাহিত করছে । পুস্তক ব্যবসায়ীদের দাবী মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই দাবীটি দ্রুত পূরন করবেন এবং মহামারী করোনাকালীন সময়ে আমাদের পাশে দাঁড়াবে ।