ভালুকায় শোক দিবস উপলক্ষে যুবলীগের ত্রাণ বিতরণ

আদ্রিয়া রুম্পা (ভালুকা, ময়মনসিংহ):
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভালুকা উপজেলা যুবলীগ পৌর এবং ইউনিয়ন শাখার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার (১৭ আগস্ট) ভালুকা উপজেলা যুবলীগের সহযোগিতায় হবিরবাড়ীর সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে মাস ব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয় ।
ভালুকা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব গোলাম মোস্তফা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসুচির শুভ উদ্বোধন করেন।
উদ্ধোধনী অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা শেষে,১৫ আগস্টে ঘাতকদের হাতে সপরিবারে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারবর্গের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত শেষে ৫শ অসহায় ও হতদরিদ্র পরিবার সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান রিপন সাধারন সম্পাদক এজাদুল হক পারুল,হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম রিপন,সাধারন সম্পাদক হানিফ মোঃ নিপুনসহ ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ।