দোহারে তারুণ্য ফাউন্ডেশনের পক্ষে বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিবন্ধন কর্মসূচি

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২১, ১২:৩০ পূর্বাহ্ন   |   সারাদেশ


 নাজনীন সিকদার (  দোহার-নবাবগঞ্জ) : 
ঢাকার দোহার উপজেলায় “তারুণ্যের শক্তি, মানবতার মুক্তি” এই স্লোগান সামনে নিয়ে তারুণ্য ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিবন্ধন কর্মসূচি আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে নয়াবাড়ি ইউনিয়নবাসীর জন্য ৫ দিনের বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিবন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। এই ইউনিয়নের বিভিন্ন জায়গায় এই ক্যাম্পেন করে প্রায় ৬০০ মানুষের ফ্রী নিবন্ধন করা হয়। টিকা কার্ড ও প্রিন্ট করে তাদের দেওয়া হয়েছে সম্পূর্ণ ফ্রী।
করোনা মহামারির শুরু থেকে থেমে নেই এই তারুণ্য ফাউন্ডেশন। বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে, জনসচেতনতায় লিফলেট, মাক্স, হেন্ড সেনিটাইজারসহ বাজারে সামজিক দূরত্ব বজায় রাখার কাজ ও করেছে। এমনকি এই করোনা মহামারির সময় অসহায় দারিদ্র্য পরিবারের মাঝে প্রায় ১৫০ ব্যাগ ত্রাণসামগ্রী রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে তারা পৌছে দেয়।
উক্ত ফাউন্ডেশন সিনিয়র সক্রিয় সদস্য জাহিদ আব্দুর রউফ বলেন, আমরা তারুণ্য ফাউন্ডেশন দেশের যে কোনো পরিস্থিতিতে জনগণের সেবায় স্বেচ্ছাসেবী হয়ে সেবা করবো ইনশা’আল্লাহ।