ফরিদপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২১, ০১:২৩ পূর্বাহ্ন   |   সারাদেশ



জাকির হোসেন (ফরিদপুর) :

ফরিদপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ আজ সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।  এদিন দ্বিতীয় পর্যায়ে মোট ৩০ জন সংবাদকর্মী প্রণোদনা গ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোছাম্মৎ তাসলিমা আলী। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন প্রমূখ। এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর প্রথম পর্যায়ে জেলায় মোট ৩৮ জন সাংবাদিক ১০ হাজার টাকা করে প্রণোদনা গ্রহণ করেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করণা সংক্রমণে দুঃসময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য গত এপ্রিল মাসে  ১০ কোটি টাকা প্রদান করেন।