নবাবগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু

নাজনীন সিকদার ( দোহার-নবাবগঞ্জ ) :
ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের সিংহড়া গ্রামের হাফেজ দেওয়ান (৪২) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি ধানমন্ডির পপুলার হাসপাতালে ডেঙ্গু ও করোনা আক্রান্ত হয়ে আট দিন যাবত চিকিৎসাধীন ছিলেন। সোমবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নবাবগঞ্জ উপজেলা কোভিড-১৯ দাফন ও সৎকার টিমের প্রধান সমন্বয়ক তাবির হোসেন খান পাভেলের নেতৃত্বাধীন দাফন টিম, শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিনের সার্বিক সহায়তায় জানাজা ও দাফন-কাফন সম্পন্ন করা হয়।
দাফন টিম জানায়, নবাবগঞ্জ উপজেলা দাফন ও সৎকার টিম আজ ১০১তম দাফন ও সৎকার সম্পন্ন করলো। দাফন সংখ্যা ৭১, সৎকার সংখ্যা ৩০।
দাফন কাফণে অংশ নেন, হাফেজ মাওলানা হাবিবুর রহমান নবাবগঞ্জী,মাওলানা মুফতি বোরহান উদ্দিন, মাওলানা ফজলুল হক, মাওলানা মিজানুর রহমান, মাওলানা নাহিদ খান,মাওলানা বাইজিদ খান।