আমিনপুরের সুপার হিরো এস আই ব্রজেশ্বর বর্মণ

পাবনা থেকে আলমগীর কবির পল্লবঃ
বিশেষ গুনের অধিকারী একজন মানুষের নাম এস আই ব্রজেশ্বর বর্মণ । যার ভেতরে আছে অসাধারণ কিছু স্বার্থহীন কর্মকান্ড, আছে দেশ ও জাতির প্রতি চরম দায়বদ্ধতা । আর সেই দায়বদ্ধতা নিয়েই দ্বীপ্ত পায়ে আলোর মশাল জেলে নদীর স্রোতের মতো ছুটে চলছেন দেশ ও জাতিকে আলোকিত করার প্রত্যয় নিয়ে ।
তার ভাষায়, যা কিছুই করি সেটা নিজের ভালো লাগার থেকে, মানবিক দায়বোধ থেকে। আমি পত্রিকার পাতা কিম্বা টিভি নিউজের শিরোনাম হতে চাই না। কিছু রেখে যেতে চাই দেশ ও জাতির জন্য । মৃত্যুর পরেও যেন আমি বেঁচে থাকি সেই রেখে যাওয়া ভালো কাজের মাঝে । বেঁচে থাকি যেন মানুষের অন্তরে অন্তরে ।
এই মানুষটি পাবনা জেলার আমিনপুর থানার একজন চৌকোস দুর্দান্ত সাহসী আর পরোপোকারী অফিসার এস আই ব্রজেশ্বর বর্মণ ।
এমন একজন অফিসার হওয়ার পরও তিনি দলমত নিবিশেষে সমানতালে মানুষের মাঝে সবসময় নিজেকে উজার করে দিচ্ছেন । রাত নেই দিন নেই সেবাই তার কাছে প্রথম কথা ।
ইতি মধ্যেই তিনি আমিনপুর বাসীর প্রতিটা মানুষের মাঝে সুপার হিরো হিসাবে জায়গা করে নিয়েছেন । মাদক, সন্ত্রাস, চাঁদাবাজের মতো ঘৃনিত সব অপরাধ নির্মূলে রয়েছে তার ব্যাপক সফলতা । শুধুই কি পশাসনিক সেবা ? মানবিক দিক থেকেও নেই তার কোন কৃপনতা । তার থানা এলাকায় খোজ নিতে গিয়ে জানা যায়, তিনি একজন দয়ালু দানবীর ও পরোপোকারী অফিসার । কখনই তিনি উচ্চ বিলাসিতা কিম্বা ধণী হওয়ার স্বপ্ন দেখেন না ।
তিনি বলেন, এ জীবনের মূল্য তখনই , যখন অন্যের সেবায় নিজেকে বিলিয়ে দিবেন । ঠিক তাই চেষ্টা করি মানুষের ভালোবাসা নিয়ে বাচতে ।
এক শ্রেণী মানুষ আছে যারা কি না এক হাতে দুই কেজি চাউলের ব্যাগ ধরিয়ে দিয়ে ক্যামেরার সামনে দশ হাত লাগিয়ে মিডিয়াতে প্রচার করতে নিজেকে খুব বেশি আগ্রহ দেখায় সাচ্ছন্দ বোধ করে । কিন্তু আবার দেখা যায় ব্রজেশ্বরদের মতো মধ্যবিত্ত শ্রেণির মানুষেরা নিরবে লোক চক্ষু আড়ালে অসহায়দের সেবা করে যাচ্ছে তারা কখনই নিজেকে প্রচার করতে পছন্দ করে না । আর তাদের মতো কিছু মানুষ সমাজে এখনও আছেন বলেই দেশটা পুরোপুরি রসাতলে যায়নি। জয় হোক মানবতার...জয় হোক ব্রজেশ্বরদের মতো এমন মহৎ মানুষদের ।