রায়পুর আশ্রয়ণে প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে কাঙ্গালি ভোজ

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২১, ০৪:৩০ অপরাহ্ন   |   সারাদেশ


ইউনুভার্সেল কামাল (লালমাই) " জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্ট দুপুরে লালমাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বাগমারা উত্তর ইউনিয়নের রায়পুর আশ্রয়ণে স্বাস্থ্য বিধি মেনে কোরআন খতম, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়েছে। 
লালমাই উপজেলার নির্বাহী অফিসার  অজিত দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত কাঙ্গালি ভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের কুমিল্লার উপ-পরিচালক মোঃ শওকত ওসমান। 
এসময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর এপিএস কেএম সিংহ রতন, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, সহকারী ভূমি কমিশনার তাজমিন আলম তুলি, পল্লী বিদ্যুৎ-বাগমারা জোনাল অফিসের ডিজিএম সাখাওয়াত হোসেনসহ উপজেলার সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান-মেম্বারগণ। অবশ্য বঙ্গবন্ধুর মাগফেরাত কামনায় সিয়াম পালন করায় ভাইস চেয়ারম্যান মিজান মজুমদার দোয়া মাহফিলে অংশগ্রহন করলেও কাঙ্গালি ভোজে অংশগ্রহন করেননি।