শ্রীমঙ্গলে জাতীয় শোক দিবসে পাওয়ার গ্রীড কোম্পানী লিমিটেড এর মানবিক উদ্যোগ

এস কে দাশ সুমন (শ্রীমঙ্গল) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীতে বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে নিয়োজিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে আয়োজন করা হয় বিভিন্ন কার্য্যক্রম।
রবিবার ( ১৫ আগস্ট ) সকাল ১০টায় সংস্থাটির শ্রীমঙ্গল কার্যালয়ে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্যোধন করেন পাওয়ার গ্রীড কোম্পানী লিমিটেড জিএমডি, পিজিসিবির শ্রীমঙ্গল এর নির্বাহী প্রকৌশলী মো: সুহেল মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলস্থ পাওয়ার গ্রীড কোম্পানী লিমিটড এর সহকারী ব্যবস্থাপক প্রভাংশু সরকার, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমূখ। কার্যক্রমের প্রথম দিনে তারা ১৬৫ জন নিন্ম আয়ের মানুষের মুখে হাঁসি ফোটাতে তাদের হাতে তুলে দেন চাল, ডাল, তেল, লবনসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী। এ সময় করোনাকালীণ সুরক্ষা সামগ্রী হিসেবে তারা মাস্কও বিতরণ করেন। পরে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠিত হয় স্মরণ সভা ও দোয়া মাহফিল।