জাতীয় শোক দিবস উপলক্ষে কমলগঞ্জ মনিপুরী ললিতকলা একাডেমির আয়োজন

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২১, ১১:৫০ অপরাহ্ন   |   সারাদেশ


বাংলাদেশের স্বাধীনতার মহান স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী আজ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে সেনাবাহিনীর কয়েকজন বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছে। তবে, এবারও বৈশ্বিক করোনা মহামারির কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন উপলক্ষে মণিপুরী ললিতকলা একাডেমির দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল ১০ ঘটিকায় কমলগঞ্জ মুক্তিযোদ্ধো কমপ্লেক্সে জাতীর পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিকাল তিনটায় একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি,গান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মণিপুরী ললিতকলা একাডেমির গবেষনা কর্মকর্তা প্রবাস কুমার সিংহ, নির্বাহী পরিষদের সদস্য শিক্ষক কৃষ্ণ কুমার,শিক্ষিকা অঞ্জনা সিনহা, সাংবাদিক পিন্টু দেবনাথ, নির্মল এস পলাশ প্রমুখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের অতিথিরা অংশগ্রহণকারী একাডেমির শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন আমাদের আগামী প্রজন্ম জানতে হবে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, দেশের জন্য আত্মত্যাগ। মুক্তিযোদ্ধের সঠিক। নতুন প্রজন্মকে গড়ে উঠতে হবে সম্প্রতির বাংলাদেশে বঙ্গবন্ধুর আর্দশে দেশ প্রেমিক হয়ে।