রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট হতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২১, ০৮:২১ অপরাহ্ন   |   সারাদেশ



জাকির হোসেন (ফরিদপুর ) :

রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট হতে ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাব-৮, ফরিদপুর ক্যাম্প। আটককৃত মাদক ব্যাবসায়ী দুজন হলো
০১। মোঃ হাসিবুল হাসান(২৭), পিতা- মৃত দুলাল ভূইয়া, সাং- গোবিন্দপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর, ০২। মোঃ বিলস্নাল হোসেন(৩৬), পিতা- মৃত কেরামত হাওলাদার, সাং- কমলাপুর, থানা- গৌরনদী, জেলা- বরিশাল।

শনিবার (১৪ আগষ্ট) রাতে ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ০৭নং ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মাদক ব্যাবসায়ীদ্বয়কে আটক করে।

এ সময় আটককৃত আসামীদ্বয়ের হেফাজতে থাকা ৬৬০ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬ টি সীমকার্ডসহ ৪টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ১,১০০ টাকা জব্দ করা হয়। 

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।