বঙ্গোপসাগরে ট্রলারসহ ৩ জেলে আটক

এমএ জামান (সাতক্ষীরা): বনবিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবন স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা নিষিদ্ধ এলাকায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে ট্রলারসহ ৩ জেলেকে আটক করেছে।
শনিবার সকাল ১০টার দিকে স্মার্ট পেট্রল টিমের দলপতি কদমতলা বন ষ্টেশন অফিসার (এসও) কামরুল ইসলামের নেতৃত্বে ৫৪নং কম্পার্টমেন্টের আওতায় বঙ্গোপসাগরে আন্দারমানিক এলাকা থেকে জেলেদের আটক করে। এ সময়ে জেলেদের ব্যবহৃত লক্ষাধিক টাকা মূল্যে একটি ট্রলার ও আহরিত মাছসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে স্মার্ট টিমের সদস্যরা।
আটক তিন জেলে হলো, বরগুনা জেলার পাথরঘাটা থানার পদ্মা গ্রামের মৃত হাসেম পেয়াদার ছেলে মো: খলিল পেয়াদা ও তার দুই ছেলে জয়নাল পেয়াদা ও আইনাল পেয়াদা। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অভিযোগে তিন জেলেকে আটক করে বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।