১৫ আগস্ট উপলক্ষে নাচোল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ বিতরণ

শামশুজ্জোহা বিদ্যুৎ (চাঁপাইনবাবগঞ্জ) :
"শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে, চাঁপাই নবাবগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতির নাচোল জোনাল অফিসের আয়োজনে অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নাচোল জোনাল অফিসে দুঃস্থদের মাঝে ত্রাণ তুলে দেন অফিসের ডিজিএম মোঃ গোলাম মর্তুজা। এসময় উপস্থিত ছিলেন, এজিএম সুভন কুমার মহন্ত, সরকারি ইঞ্জিনিয়ার নাহিদ হাসান, ওয়াইরিং পরিদর্শক আশরাফুল খন্দকারসহ অফিসের কর্মচারী বৃন্দ।
ডিজিএম জানান -১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও শোকের মাস উপলক্ষে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উদ্যোগে ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতিতে মোট ১লক্ষ দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করে। এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১২৫০ জন দুঃস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন। উক্ত কর্মসূচীর আওতায় নাচোল জোনাল অফিস (নাচোল ও গোমস্তাপুর উপজেলা ) আওতায় সাস্থ্য বিধি মেনে, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তি পূর্নভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া তিনি মাস্ক পরিধান করাসহ সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলাচলের জন্য আহবান জানান। পাশাপাশি সকল সবাইকে টিকা নেয়ার জন্য আহবান করেন।