দোহারে করোনায় মৃত্যু,দাফনে ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা টিম

 প্রকাশ: ১৩ অগাস্ট ২০২১, ০৮:৪৩ অপরাহ্ন   |   সারাদেশ



নাজনীন সিকদার (  ​দোহার-নবাবগঞ্জ) : 
ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের খালপাড় গ্রামের জয়নাল আকন্দ (৭৮) নামে এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।

মৃত ব্যাক্তির লাশ দাফন করেন সুলাইমান বেপারীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার স্বেচ্ছাসেবক টিম। স্বেচ্ছাসেবক টিমের সহকারী সমন্বয়ক মাও. যুবায়ের আহমেদ সাকী জানান, “করোনায় মারা যাওয়ার খবর পেয়ে আমাদের টিম প্রধান সুলাইমান বেপারী টিমের সদস্যদের নিয়ে মৃত ব্যক্তির, জানাযা ও দাফন কাজ সম্পন্ন করি । আমরা ৪৭ তম লাশ দাফন করলাম।”

স্বেচ্ছা‌সেবক টিমে যারা দায়িত্ব পালন করেছেন শহিদুল ইসলাম ভূইয়া, খলিলুর রহমান, মো.জাহাঙ্গী আলম, মো.নাঈম প্রমুখ