শ্রীমঙ্গল র‌্যাব ৯ এর অভিযানে ১০১ পিছ ইয়াবা সহ পেশাদার মাদক ব্যাবসায়ী আটক

 প্রকাশ: ১২ অগাস্ট ২০২১, ০৪:৪৮ পূর্বাহ্ন   |   সারাদেশ



এস কে দাশ সুমন (শ্রীমঙ্গল) :   মৌলভীবাজারের  শ্রীমঙ্গলে  র‌্যাব  ৯  এর  অভিযানে  ১০১  পিছ  ইয়াবা  সহ  পেশাদার  মাদক  ব্যাবসায়ী  আটক।

১০  আগষ্ট  মঙ্গলবার  ৭  টায়  গোপন  সংবাদের  ভিত্তিতে  র‍্যাপিড  এ্যাকশন  ব্যাটালিয়ন  র‌্যাব  ৯  সদর  কম্পানী  ( সদর  ক্যাম্প,  সিলেট )  এর  একটি  অভিযানিক  দল  লেঃ  কর্ণেল  আবু  মুসা,  মোঃ  শরীফুল  ইসলাম  পিএসসি,  এএসপি, ( অধিনায়ক  র‌্যাব- ৯ )  মেজর  মাহফুজুর  রহমান,  এবং  এএসপি  সৌমেন  মজুমদার  এর  নেতৃত্বে  সঙ্গীয়  ফোর্স  সহ  মৌলভীবাজার  জেলার  শ্রীমঙ্গল  থানাধীন  ২  নং  ভুনবীর  ইউনিয়ন  পরিষদের  অন্তর্গত  সাতগাঁও  যাত্রী  ছাউনীর  ঢাকা  শ্রীমঙ্গল  রোডের  পাকা  রাস্তার  উপর  অভিযান  পরিচালনা  করে।  

অভিযানে  ১০১  পিছ  ইয়াবা  সহ  পেশাদার  মাদক  ব্যাবসায়ী  মোঃ  আমির  হোসেন  ( ৪২ )  পিতা  মোঃ  রজব  আলী,  সাং-  আলিশারকুল,  থানাঃ  শ্রীমঙ্গল,  জেলাঃ মৌলভীবাজার  কে  গ্রেফতার  করে। পরবর্তী  আইনগত  ব্যাবস্থা  গ্রহণের  জন্য  মৌলভীবাজার  জেলার  শ্রীমঙ্গল  থানায়  হস্তান্তর  করে।