জাতীয় শোক দিবস উপলক্ষে ডিএফপি'র দোয়া মাহফিল অনুষ্ঠিত

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২১, ০৪:১২ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আজ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) নামাজঘরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো. জসীম উদ্দিন এবং গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মো. তৈয়ব আলী।

দোয়া মাহফিলে ডিএফপিতে সংযুক্ত সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মো. কামরুজ্জামান, ডিএফপির পরিচালক মোহাম্মদ আলী সরকারসহ অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পরে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ শাহাদাতবরণকারী সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

মিডিয়া কর্নার এর আরও খবর: