র্যাব-২ এর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা হতে আগ্নেয়াস্ত্র ও ইয়াবসহ ১ অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার ও আইনের আওতায় আনা এলিট ফোর্স র্যাবের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এটি র্যাবের চলমান আভিযানিক কর্মকান্ডেরই একটি অংশ। দেশের সন্ত্রাস কবলিত এলাকা সমূহে র্যাব এর অভিযানের ফলে জনগণ শান্তিতে জীবন যাপন করছে এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরে এসেছে। এলিট ফোর্স র্যাব প্রতিষ্ঠার পর হতে অদ্যাবধি অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আপোষহীন এবং নিরলস গ্রেফতার অভিযান চলমান রেখেছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে , রাজধানীর মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা উদ্যান এলাকায় ০১ জন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর আভিযানিক দল ১১/০৮/২০২১খ্রিঃ আনুমানিক ১৫.২০ ঘটিকায় রাজাধানীর মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে ক। মোঃ ইউসুফ ভান্ডারী(৪০), পিতা- রফিকুল ভান্ডারী’কে আটক করে। আটকৃতকে তল্লাশী করে তার নিকট হতে ০১টি ওয়ান শুটার গান ও ১৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, মোঃ ইউসুফ ভান্ডারী রাজধানীর মোহাম্মদপুর এলাকার গাঙচিল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড লম্বু মোশারফের ঘনিষ্ঠ সহযোগী। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে সে এবং তার সহযোগীরা ভূমি দখল ও ব্যবসায়ীদের নিকট হতে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় সহ মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ নানা রকম অপকর্মে কাজে লিপ্ত ছিল এবং এই সকল অপরাধে তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ১৪টি মামলার সন্ধান পাওয়া গেছে। আসামীর নিকট হতে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।