সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পরীমনি, পিয়াসা ও মডেল মরিয়ম আক্তার মৌর বাসায় যাতায়াত ছিল, এমন ব্যবসায়ী বা ব্যক্তিদের তালিকা হচ্ছে বলে কোনো কোনো সংবাদ মাধ্যমে খবর এসেছে। চিত্রনায়িকা পরীমনি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসার সঙ্গে ‘সম্পর্ক থাকা’ অনেকের নামের তালিকা মেলার খবর ছড়ালেও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি আরো বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না।
পরীমনিদের বিরুদ্ধে মামলার তদন্ত সংস্থা সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক রোববার সাংবাদিকদের বলেন, আমরা তাদের কাছ থেকে বিভিন্ন পেশার অনেকের নাম পেয়েছি। কেউ শত্রুতাবশতও দিতে পারে। সিআইডি এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করবে। কোনো নিরীহ মানুষ যেন দোষী না হয় সিআইডি এটা দেখছে।রিমান্ডে জিজ্ঞাসাবাদে অনেক ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন আসামিরা। সেসব তথ্য যাচাই করা হচ্ছে।
সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভুক্তভোগীরা এসব চাঁদাবাজদের বিষয়ে তথ্য দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারো সঙ্গে সম্পর্ক থাকা বেআইনি নয়। পরীমনি, ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বাসায় যাতায়াত ছিল এমন ব্যবসায়ী বা ব্যক্তিদের কোনো তালিকা করা হচ্ছে না। ভুক্তভোগীরা এসব চাঁদাবাজের বিষয়ে তথ্য দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। তিনি চাঁদাবাজদের কল রেকর্ড করতে ভুক্তভোগীদের পরামর্শ দেন। পাশাপাশি এই চাঁদাবাজদের বিষয়ে স্থানীয় থানা বা ডিএমপিকে তথ্য জানাতে অনুরোধ করেন।
অন্যদিকে র্যাবের অভিযানে গ্রেপ্তার হেলেনা জাহাঙ্গীর, মিশু হাসান, তার সহযোগী জিসান, পরীমনি, নজরুল ইসলাম রাজসহ সাতজনের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ১০টি মামলা করেছে। সেই মামলার তদন্তের দায়িত্ব চেয়ে পুলিশ সদরদপ্তরে চিঠি দিয়েছে বাহিনীটি। পুলিশ সদরদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি গেলে মামলা তদন্তের অনুমতি দেবে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুমতি পেলে র্যাব এসব মামলার তদন্ত করবে।
গত ২৯ জুলাই রাজধানীর বনানীতে এফবিসিসিআইয়ের পরিচালক হেলেনা জাহাঙ্গীরের রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক , বিদেশি মদ, বিপুল ইয়াবা, হরিণের চামড়া, ক্যাসিনো সরঞ্জাম, ওয়াকিটকি উদ্ধার করে র্যাব।
রাজধানীর বারিধারায় অভিযান চালিয়ে মডেল পিয়াসা ও তার সহযোগী মৌ আক্তারের প্রধান সমন্বয়ক মিশু ও তার সহযোগী জিসানকে অস্ত্র, ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরদিন রাজধানীর বনানীতে অভিযান চালিয়ে চলচ্চিত্র নায়িকা পরীমনি ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে মদ, ভয়ংকর মাদক এলএসডি ও আইস উদ্ধার করা হয়।একই দিন বনানীতে অভিযান চালিয়ে বিদেশি মদ, বিকৃত যৌনাচার সরঞ্জামসহ প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
গত ৪ অগাস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে গ্রেপ্তারের সময় নাজিরকেও আটক করেছিল র্যাব। এখনও ভয় কাটেনি চিত্রনায়িকা পরীমনির গাড়ি চালক নাজির হোসেনের। র্যাবের হাত থেকে ছাড়া পেলেও তিনি ঠিক করেছেন, আর কখনও ‘নামিদামি মানুষের’ গাড়ি চালানোর চাকরি তিনি নেবেন না। গাড়িচালক নাজির হোসেন অভিযোগ করেন, বেতন দিতে তাকে ‘ঠকিয়েছেন’ আশরাফুল ইসলাম দিপু। “কিন্তু র্যাব ধরে নিয়ে যাওয়ার পর দিপু ওখানে বলেছেন, আমার বেতন নাকি ১৮ হাজার টাকা।… দিপু বাকি ৩ হাজার টাকা নিয়ে নিত। আর আমিতো জানতাম না যে, আমার বেতন ম্যাডাম ১৮ হাজার টাকা দিত।”